রোল নম্বার দিয়ে এইচ এস সি পরীক্ষার ফলাফলের মার্কসিট

আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন ইতিপূর্বে এইচ এসসি পরীক্ষার ফলাফল দ্রুতই প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষা রোর্ড। বাংলাদেশ শিক্ষা বোর্ড প্রতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফল ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করে থাকে এবং ৭২ ঘন্টার পর অনলাইনে সাময়িক ওয়েব সাইটে মার্কসিট পাওয়া যায়।

ওয়েব সাইটের মার্কসিট পাওয়ার জন্য যে কাজ বা ধাপ অনুসরণ করতে হবে আমরা তা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি। আপনি কি ভাবে এইচ এসসি পরীক্ষা ফলাফলের মার্কসিট পাবেন আমরা তা সে বিষয়ে আপনাদের সাথে কথা বলছি।

এইচ এস সি পরীক্ষার ফলাফল ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করে থাকে। এইচ এস সি পরীক্ষার ফলাফল আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও পাওয়া যায়। আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এইচ এস সি পরীক্ষার ফলাফল ও মার্কসিট পাবেন আমরা ইতি পূর্বে আমাদের ওয়েব সাইটে আলোচনা করাছি।

আপনার মোবাইলের মাধ্যমে এইচ এসসি পরীক্ষার ফলাফল পাওয়া সহজ নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি। এইচ এসসি পরীক্ষার ফলাফল বা মার্কসিট পাওয়ার জন্য প্রথমেই আপনাকে আপনার রেজিষ্ট্রেশন কার্ডের এবং এডমিট কার্ডের তথ্য লাগবে।

এইচ এস সি পরীক্ষার ফলাফল

জাতীয় শিক্ষা বোর্ডের অধিনে প্রতি বছর এইচ এসসি পরীক্ষার শুরু করে থাকে এবং জাতীয় শিক্ষা বোর্ডর অধিনে এইচ এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে প্রতি বছর হাজার শিক্ষার্থী এইচ এসসি পরীক্ষা দেওয়ার জন্য অংশ গ্রহণ করে। এইচ এসসি পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য আপনাকে এস এস সি পরীক্ষার দিয়ে উত্তীর্ণ হতে হবে।

এস এস সি পরীক্ষার ফলাফল উত্তীর্ণ হয়ে এইচ এস সি পরীক্ষার অংশ গ্রহনের প্রথমে ভর্তি হতে হবে। এইচ এস সি পরীক্ষায় ভর্তি হয়ে ১ম বিভাগ উত্তীর্ণ হয়ে ২ বিভাগ অর্থ্যাৎ এইচ এস সি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুুতি নিতে হয়।

বাংলাদেশের ১১ টি শিক্ষা বোর্ড আছে এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড আছে ও ১ টি মাদ্রাসা শিক্ষা বোর্ড আছেস এবং ১ টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আছে। বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড ১৯২১ সালে ৭ মে প্রতিষ্ঠত হয়।

ওয়েব সাইটে মার্কসিট পাওয়ার সহজ নিয়ম

এইচ এসসি পরীক্ষার ফলাফল দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে জাতীয় শিক্ষা বোর্ড অনলাইনে বা ওয়েব সাইটে মার্কসিট দিয়ে থাকে। আপনার পরীক্ষার এইচ এস সি মার্কসিট তোলার জন্য যে কাজ করতে হবে আমরা তা নিচে আলোচনা করছি।

০১। কম্পিটার বা আপনার মোবাইলের ডাটা সংযোগ দিতে হবে।

০২। প্রথমে গুগল ক্রোম ব্রাউজার প্রবেশ করতে হবে।

০৩। শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

০৪। শিক্ষা বোর্ডের মার্কসিট পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েব এড্রেসটি দিতে হবে।

০৫। জাতীয় শিক্ষা বোর্ডের মার্কসিট তোলার জন্য আপনার সামনে একটি ফরম আসবে।

০৬। ফরম পুরণ করার জন্য আপনার পরীক্ষার দেওয়ার রেজিষ্ট্রেশন কার্ডের  রেজিষ্ট্রেশনের নম্বার অথবা এডমিট কার্ডের রোল নম্বার  দিয়ে সর্তকতার সহিত ফরমটি পুরণ করতে হবে।

০৭। ফরমটি পূরণ করা শেষ হলে নিচে থাকা সাবমিট বাটনে চাপ দিতে হবে। এবং অল্প সময়ে আপনার কাংখিত পরীক্ষার ফলাফলের মার্কসিটটি চলে আসবে। তখন আপনি আপনার মার্কসিটটি ডাউনলোড করে নিতে পারবেন।

কলেজ অফিস থেকে মার্কসিট পাওয়ার সহজ নিয়ম

আপনি পরীক্ষার দেওয়ার পর আপনার সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখুন। আপনার কাংখিত পরীক্ষার দেওয়ার ৩ মাস পর এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ করে এবং আরও ২ মাস পর আপনার সংশ্লিষ্ট কলেজে আপনার মার্কসিট চলে আসবে। আপনার মার্কসিট তোলার জন্য যে কাজ করতে হবে আমরা তা বিস্তারিত আলোচনা করছি।

০১। প্রথমেই আপনার কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

০২। আপনার পরীক্ষা দেওয়ার মার্কসিট তোলার জন্য আপনার রেজিষ্ট্রেশন কার্ড সঙ্গে নিতে হবে।

০৩। কলেজে গিয়ে একটি ফরম পূরণ করতে হবে।

০৪। কলেজ দেওয়া ফরমটি পূরণ করা শেষ হলে তখনই আপনি আপনার মার্কসিট টি পেয়ে যাবেন।

মোবাইলে মার্কসিট পাওয়ার সহজ নিয়ম

রোল নম্বার দিয়ে যে কোন পরীক্ষার ফলাফল পাওয়ার সহজেই পাওয়া যায়। এইচ এস সি পরীক্ষার ফলাফলও মোবাইলের মাধ্যমে দেখা যায় এবং মার্কসিটও পাওয়া যায়। আপনি কি ভাবে মার্কসিট পাবেন আমরা তা বিস্তারিত আলোচনা করছি।

০১। শুরুতেই আপনার হাতে থাকা মোবাইলটি চার্জ আছে কি না তা দেখে নিন।

০২। চার্জ থাকলে আপনার হাতে থাকা মোবাইলটি মেসেজ অপশনে যান।

০৩। আপনি মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে এইচ এসসি লিখে স্পেস দিনে।

০৪। তারপর আপনি যে বোর্ডের অধিনে সেই বোর্ডের ইংরেজিতে ৩ অক্ষর লিখে নিন।

০৫। আপনার পরীক্ষা ফলাফরের সে এডমিট কার্ডের রোল নম্বার দিয়ে দিন।

০৬। উল্লেখিত আপনার পরীক্ষার ফলাফলের পরীক্ষার সাল উল্লেখ করুন।

০৭। এবং সর্ব  শেষ মার্কসিট ও পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য যে কোড আছে ১৬২৪৭ তা ব্যবহার করুন।

উদাহরণঃ

আপনার পরীক্ষার নাম লিখবেন HSC স্পেস দিয়ে আপনি যে বোর্ডের অধিন সেই বোর্ডের তিন DHA লিখে স্পেস দিতে হবে। তার পর আপনার  এডমিট কার্ডের থাকা যে রোল আছে 1454545 স্পেস দিয়ে 16247 নম্বারে পাঠিয়ে দিন এবং অল্প সময়ের মধ্যে আপনার কাংখিত পরীক্ষার ফলাফলের মার্কসিট আপনার সামনে চলে আসবে।

HSC DHA 1454545 send to this

আপনার পরীক্ষার ফলাফল ও মার্কসিট কয়েক মিনিটের মধ্যে আপনার সামনে চলে আসবে। এইচ এস সি পরীক্ষার মার্কসিট আপনি না দেখতে পারলে না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বদায় আপনাদের সাথে আছি ও থাকবো। আপনি কমান্ড করার সাথে সাথে উত্তর পাবেন।

আবার আপনি যে বোর্ডের অধিনে থাকেন তাহলে সেই বোর্ড উল্লেখ করে  পরীক্ষার নাম ও বোর্ডের নাম,  আপনার পরীক্ষার সাল উল্লেক করে ১৬২৪৭ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। সকল বোর্ড র জন্য ১৬২৪৭ টি ব্যবহৃত হবে।

পরিশেষে উপরোক্ত বিষয়ের আলোকে আমরা বলতে পারি যে, যে কোন বোর্ডের পরীক্ষার ফলাফল বা যে কোন বোর্ডের মার্কসিট পাওয়া কঠিন কোন কাজ নয়। আমরা আপনাদের জন্য আরও পরীক্ষার ফলাফল ও মার্কসিট সহজ নিয়মে পাওয়ার জন্য  আপনাদের সামনে চলে আসবো। অথবা আমাদের এই govtjobcall.com ওয়েব সাইটে প্রবেশ করতে আপনি আরও তথ্য পাবেন।

Leave a Comment